আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে সেভিংস অ্যাকাউন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের অভাব থাকলে অনেকে ধারে কাছের এটিএম মেশিনে গিয়ে নিজেদের টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে আসেন। সেখানে নিজের এটিএম কার্ডটি ব্যবহার করা হয়। তবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি ব্যাঙ্কের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। সেগুলি জানা থাকলেই টাকা জমা দেওয়ার সময় কোনও সমস্যা থাকার কথা নয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি ৪৯ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এর থেকে বেশি জমা করতে হলে আপনাকে ব্যাঙ্কের শাখায় যেতে হবে সেখানে নিজের প্যান কার্ডটিকে শুধু সঙ্গে রাখবেন।
ব্যাঙ্ক অফ বারোদার ক্ষেত্রে আপনি ৪৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত প্যান কার্ড ছাড়াই জমা করতে পারবেন। এর থেকে বেশি টাকা রাখতে হলে প্যান কার্ড লাগবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে আপনি ৪৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত রাখতে পারবেন। এর থেকে বেশি রাখতে হলে প্যান কার্ড লাগবে।
এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে দৈনিক ২৫ হাজার টাকা পর্যন্ত এটিএম থেকে তুলতে পারবেন। জমা করার ক্ষেত্রে ৫০ হাজারের কম টাকা জমা করতে পারবেন। তার থেকে বেশি হলেই আপনাকে প্যান কার্ড দেখাতে হবে।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে দৈনিক ৪৯ হাজার ৯৯৯ হাজার টাকা রাখতে প্যান কার্ড লাগবে না। এর থেকে বেশি জমা করতে গেলেই প্যান কার্ড দেখাতে হবে।
