আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অর্ধেক আচার-অনুষ্ঠান মিটে যাওয়ার পরে আসর ছেড়ে পালিয়ে গেলেন তরুণী। মালাবদলের পরেই বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যান পাত্রী। তবে একা একা কোথাও যাননি। সঙ্গী ছিলেন তাঁর প্রেমিক। এই ঘটনায় বিয়েবাড়িতে ব্যাপক শোরগোল। মাথায় হাত বরযাত্রীদের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। নারনাউলে বসেছিল ওই বিয়ের আসর। যেখানে উপস্থিত ছিলেন পাত্রীর প্রেমিকও। মালাবদলের পর পাত্রী আচমকা বিয়ের পিঁড়ি থেকে নেমে যান। তাঁর অভিযোগ, পাত্র মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁর কারণে বিয়েবাড়িতে ম-ম করছিল মদের গন্ধ। পাত্রের মদ্যপানের কারণেই হঠাৎ বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যান তরুণী।
এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয় দু'পক্ষের পরিবারের মধ্যে। বরযাত্রীদের অভিযোগ, তরুণীর ইচ্ছের বিরুদ্ধে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল তাঁকে। বিয়ের আসরে প্রেমিককে দেখে মতবদল করেন তিনি। মালাবদলের পরেই আসর থেকে প্রেমিককে নিয়ে পালিয়ে যান। যদিও এই ঘটনায় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থানায় দায়ের করা হয়নি। পুলিশ কোনও পদক্ষেপ করেনি। তরুণী এরপর আর বাড়িও ফেরেননি। পরিবারের অনুমান ছিল, তরুণী দিল্লিতে পালিয়ে গিয়েছেন। তাঁকে বহু খোঁজাখুঁজিও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
