আজকাল ওয়েবডেস্ক: বিরোধীদের প্রবল আপত্তির মাঝেই আগস্টের শুরুতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হয়। বিরোধীদের দাবি ওই বিল সংবিধান বিরোধী। একযোগে বিরোধী দলের এন্তা নেত্রীরা এই বিল নিয়ে সুর চড়িয়েছেন। ওয়াকফ বিল নিয়েই মঙ্গলবার সংসদে যৌথ কমিটির বৈঠক বসেছিল। আর সেখানেই ঘটে গেল চরম বিপত্তি।

মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হল সংসদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জেপিসি বৈঠকে মঙ্গলবার তুমুল অশান্তি ছড়ায়। সূত্রের খবর, বিজেপি সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পোরেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।

জানা গিয়েছে, তর্ক-বিতর্কের মাঝেই টেবিলে কাঁচের বোতল ঠুকে ফেলেন কল্যাণ। তাতেই বিপত্তি। ওই বোতল ভেঙে জখম হন কল্যাণ। একটি ছবিতে দেখা গিয়েছে মিম-এর আসাউদ্দিন ওয়াইসি এবং আপ-এর সঞ্জয় সিং কল্যাণকে নিয়ে আসছেন।  তৃণমূল সাংসদের হাতে চারটি সেলাই করা হয়েছে বলেও জানা গিয়েছে।