আজকাল ওয়েবডেস্ক: সমাপ্তির পথে ভিস্তারার যাত্রা। ১১ নভেম্বর নিজের ব্যান্ডের অধীনে শেষ ফ্লাইট পরিচালনা করবে ভিস্তারা। ৩ সেপ্টেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভিস্তারার বুকিংও। ১২ নভেম্বর থেকে ভিস্তারার যাবতীয় তথ্য মিলবে এয়ার ইন্ডিয়ার গ্রুপে।
কারণ এবার থেকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হচ্ছে ভিস্তারা। ফলে ভিস্তারার সমস্ত ফ্লাইট চলে আসছে এয়ার ইন্ডিয়ার অধীনে। তাই এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটেই মিলবে দুই সংস্থার বিমান পরিচালনার যাবতীয় তথ্য।
২০২২ সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একীভূতকরণের বিষয়টি প্রথম ঘোষণা করা হয়। ভিস্তারা টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যে একটি যৌথ উদ্যোগ। কারণ এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মালিকানাধীন।
দুই বিমান সংস্থার একীভূতকরণ যাত্রীদের আরও উন্নত ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে বলে আশাবাদী ভিস্তারা কর্তৃপক্ষ।
