আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই সবার  ভিন্ন প্রতিক্রিয়া। ভিডিওটিতে দাবি করা হয়েছে যে, ৭০ বছর বয়সী এক প্রৌঢ় তাঁর ২৫ বছর বয়সী নিজের নাতনিকে বিয়ে করেছেন। এমনকি ভিডিওতে দেখা যায়, উভয়েই নিজেদের ‘বিয়ে’ নিয়ে পরম সন্তুষ্ট। বিয়েতে খুশি বলে প্রকাশ করছেন সবার সামনে৷ এই আশ্চর্য ঘটনা ঘিরে একাধারে যেমন ব্যাপক বিতর্ক তৈরী হয়েছে আবার তেমনই অনেকের মনে বিস্ময়।

জানা গিয়েছে, ভিডিওটি প্রথমে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। সেখান থেকে এটি প্রথমে ইনস্টাগ্রাম সহ ফেসবুক, এমনকি এক্স (পূর্বতন টুইটার)-এও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তি ওই প্রৌঢ় ও যুবতীকে এই ঘটনা কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন করেন।

উত্তর শুনে সবার চোখ কপালে৷ কী উত্তর আসে জানেন? বৃদ্ধ বলেন, 'ও যখন জন্মায়, তখন থেকেই আমি ওকে ভালোবাসতাম। আমি অপেক্ষা করেছি ওর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। শেষমেশ এখন আমরা বিবাহিত।' তাঁর এই বক্তব্য শুনে অনেকেই হতবাক হন। ২৫ বছর বয়সী যুবতী জানান, তিনি এই ‘বিয়ে’ নিয়ে খুব খুশি হয়েছেন। যুবতী এও জানান যে তাঁর ‘দাদা’ তাঁকে সবসময় ভালোবাসা ও সম্মান দেন। এহেন পরিস্থিতিতে ভিডিওর উপস্থাপক এবং দর্শকদের প্রতিক্রিয়াও বিস্ময়কর ছিল।

আরও পড়ুনঃ ছাত্রের সঙ্গে 'নিষিদ্ধ' খেলা! জেল এড়াতে যা করলেন শিক্ষিকা, শুনলে চমকে উঠবেন আপনিও

এই ‘সম্পর্ক’ প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে 'ভালোবাসার অনন্য দৃষ্টান্ত' বলে প্রশংসা করছেন। আবার কেউ কেউ একে 'নৈতিকতার সীমা লঙ্ঘন' বলে সমালোচনাও করছেন। ঘটনার জেরে নানাভাবে এই সম্পর্কের নৈতিকতা নিয়ে বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে।

পাশাপাশি এই ভিডিওটির সত্যতা নিয়েও যাচাই হচ্ছে৷ উঠছে একাধিক প্রশ্ন। এই ঘটনা আদৌ সত্যি কিনা, তা নিয়েও ব্যাপক প্রশ্ন নেটিজেনদের। অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট দাবি করেছে, ভিডিওটি আসলে একটি চিত্রনাট্য অনুযায়ী বানানো হয়েছে। খবর অনুযায়ী, এর আগেও এ ধরণের অনেক স্ক্রিপ্টেড ভিডিও বানানো হয়েছে যা বাস্তব ঘটনা বলে প্রচার করা হয়েছে। মূলত এগুলো বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয় ভাইরাল হওয়ার জন্য।

আরও পড়ুনঃ ‘আপত্তিকর’ পোশাকে বরের ঘুম কাড়লেন মহিলা অতিথি! হিংসায় বিয়ের মণ্ডপেই এ কী করলেন নববধূ?

একটি ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরণের ভিডিও সাধারণত ভিউ ও লাইকের জন্য বানানো হয়। এবং একথাও বলা হয়েছে এতে অংশগ্রহণকারী ব্যক্তিরা মূলত অভিনয় করে থাকেন। এই ভিডিওটি নিয়েও প্রাথমিকভাবে এমনই ধারণা করা হচ্ছে। তবে এই বিশেষ ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিতভাবে যাচাই করা যায়নি বলেই খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ 'গোপনাঙ্গে কলিন স্প্রে'! মাত্র আট বছরের শিশুর সঙ্গে এ কী করলেন শিক্ষিকা! মুম্বইয়ে রোমহষর্ক ঘটনা...