আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে। সেখানে ভারত কোকিং কোল লিমিটেডের জেনারেল ম্যানেজারকে দিয়ে জুতো সরিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। জানা গিয়েছে, ধানবাদের একটি খনি পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কোল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী সংস্থা বিসিসিএলের জিএম অরিন্দম মুস্তাফি

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, খনি পরিদর্শনের সময় কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবের পাজামা ঠিক করে দিচ্ছেন অরিন্দমবাবু। সোফায় আরাম করে বসে থাকা কেন্দ্রীয় মন্ত্রীর জুতো সরাতে দেখা যায় মুস্তাফিকে। দেখা যায়, জিএম কর্মকর্তাদের কাছে গিয়ে দিয়ে আসেন মন্ত্রীর জুতো। ভাইরাল ভিডিওটি শেয়ার করেছে কংগ্রেস। ঘটনাটিকে লজ্জার বিষয়বলে অভিহিত করা হয়েছে কেন্দ্রের প্রধান বিরোধী দলের তরফে।

 

কংগ্রেসের অভিযোগ, বিসিসিএল কর্মকর্তারা তাঁদের দুর্নীতি আড়াল করার জন্যএই ধরনের কাজ করে মন্ত্রীদের খুশি করছেন। ধানবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি সন্তোষ সিং জানিয়েছেন, ‘একজন জিএম যদি মন্ত্রীর পায়ের জুতো খুলে নিয়ে যায় তাহলে এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই ধরনের বিসিসিএল কর্তারা দুর্নীতিতে জড়িত। নিজেদের দোষ আড়াল করতে তাঁরা মন্ত্রীদের খুশি করছেন