আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে গিয়ে নাবালিকা কিশোরীর উপর হামলার অভিযোগে পুলিশের জালে যুবক। ধৃত ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা করা হয়েছে। তদন্তও চলছে।

ঘটনা ঠিক কী?
ভয়াবহ এই ঘটনা গত ২৪ মে ঘটেছে। গত শনিবার বন্ধুর সঙ্গে কান্দিভালি (পশ্চিম)-এর সঞ্জয় নগরের গোসালিয়া রোড দিয়ে হাঁটছিলেন ১৭ বছর বয়সী ওই কিশোরী। তখনই অভিযুক্ত ১৯ বছরের রাহুল সিং ওই কিশোরীকে লক্ষ্য করে হামলা চালান। রাস্তায় পড়ে ছাকা ইট তুলে ওই কিশোরীর মাথায় মারেন। ভেঙে দেন কিশোরীর মোবাইল-টিও। 

এতে গুরুতর আহত হন কিশোরী। তাঁকে দ্রুত পুরসভা পরিচালিত শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন এই হামলা? তদন্তের সময় পুলিশ জানতে পারে যে, বারাণসীর বাসিন্দা রাহুল সিং মুম্বইতে এসেছিলেন কারণ মেয়েটি তাঁর ফোন ধরছিল না। পুলিশের আরও দাবি যে, উভয়ই একে অপরের পূর্বপরিচিত। 

অভিযুক্ত রাহুল সিং-য়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা করা হয়েছে।