আজকাল ওয়েবডেস্ক : এবার থেকে মার্কিন মুলুক থেকে আসা মদ অতি সহজেই কিনে পান করতে পারবেন আপনি। সেখানে পকেটে সামান্য কিছু টাকা থাকলেই হবে।
আমেরিকা বার্বোন হুইস্কির জন্য বরাবরই বিখ্যাত। এর অসাধারণ টেস্ট একে সকলের থেকে আলাদা করে দিয়েছে। কয়েকদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের বাণিজ্য যাতে আরও বেশি প্রসারিত হয় সেদিকে নজর দিতেই নানা পদক্ষেপ গ্রহণ করার কথা হয়েছিল।
এরপরই ইমপোর্ট ডিউটি একধাক্কায় ১৫০ থেকে নেমে আসে ৪০ শতাংশে। দুই দেশের প্রধান নেতাদের মধ্যে আলোচনার সরাসরি ফল ভোগ করতে পারবেন সকলে। চলতি মাস থেকেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে দেরি করার দরকার নেই, দ্রুত দোকানে গেলেই মিলবে আপনার পছন্দের এই মদটি।
আমেরিকা থেকে আসা এই মদটি তৈরি হয় ভুট্টা থেকে। সেই কারণেই এটিতে বেশি স্বাদ হয়ে থাকে। এই মদে ৫১ শতাংশ ভুট্টা থাকে। ফলে এটি পান করতে সকলের থেকে আলাদা থাকে। যেমনভাবে স্কচ তৈরি হয় স্কটল্যান্ডের মাটিতে ঠিক তেমনি এই মদটি আমেরিকা থেকে বিশ্বকে নিজের জাত চিনিয়েছে।
ভারতের মাটিতে বেশ কয়েকটি বিদেশী মদের প্রচুর বিক্রি রয়েছে। সেখানে এই মদটিও রয়েছে। তবে হুইস্কির ক্ষেত্রে এটি যেন সকলের থেকে আলাদা। আমেরিকার হিসাব থেকে দেখা গিয়েছে ভারতে বর্তমানে বিশ্বের অন্যতম প্রথম সারির দেশ যেখানে মদের প্রচুর বিক্রি হয়।
১৭৮৯ সাল থেকে আমেরিকার মাটিতে তৈরি হয়ে আসছে বার্বোন হুইস্কি। সেদেশে নাম করার পর বিদেশের মাটিতেও সুনাম করেছে এই হুইস্কি। সকলে বলে থাকেন হুইস্কির জগতে এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এবার ভারতের বাজারে এটি মিলবে কম টাকায়। যেভাবে ভারত-মার্কিন প্রধানদের মধ্যে কথা হয়েছে সেখানে মদের দাম কমে যাওয়ায় অনেকেই স্বস্তি পেলেন। সহজেই হাতে পাবেন বিদেশি মদের বোতল।
