আজকাল ওয়েবডেস্ক: ছেলে যখন অফিসের কাজে ব্যস্ত, তখন বাড়ির কাজ ফেলে সারাদিন ফোনে চ্যাট করেন বউমা। দিনের পর দিন বউমার এমন ব্যবহারে সন্দেহ প্রকাশ করেছিলেন শাশুড়ি। একদিন তাঁর অনুপস্থিতিতে ফোন ঘেঁটে দেখেন। তখনই জানতে পারেন আসল ঘটনা। বউমা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত জেনেই চরম পদক্ষেপ করলেন শাশুড়ি।
বউমার ফোন থেকে প্রেমিকের নম্বর নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। কিছুদিন প্রেমের অভিনয়ও করেন। অবশেষ যুবকের সঙ্গে দেখা করতে চান। এ ঘটনা তরুণী বিন্দুমাত্র টের পাননি। এমনকী ছেলেকেও জানাননি। তরুণীর প্রেমিকও জানতেন না, শাশুড়িই তাঁর সঙ্গে কথা বলছেন। তাই ডেটে যেতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান যুবক।
অবশেষে ডেটে গিয়ে যুবক জানতে পারেন, তরুণী নয়, তাঁর শাশুড়িই দেখা করতে এসেছেন। এরপর যুবকের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে ভরা রাস্তায় বের করে আনেন তিনি। জনসমক্ষে চটি দিয়ে যুবককে বেধড়ক মারধর করেন ওই মহিলা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায়। স্থানীয়রা পুলিশে খবর পাঠান। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই যুবক এবং ওই মহিলা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।
