আজকাল ওয়েবডেস্ক: অনেক সাধনার পরেও জন্মাল না পুত্রসন্তান। হতাশা, ক্ষোভ থেকে রাজস্থানের ঝুনঝুনিতে বিস্ফোরক কাণ্ড ঘটালেন এক মহিলা। জানা গিয়েছে, পুত্রসন্তানের জন্ম দিতে না পারার হতাশায় নিজের ১৭ দিনের কন্যাসন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে হত্যা করেছেন এক মহিলা। সোমবার এই তথ্য সামনে এনেছে পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করা হয়েছে। পুলিশি জেরায়, অভিযুক্ত মহিলা জানিয়েছেন, তিনি চেয়েছিলেন তাঁর পুত্রসন্তান হোক। কিন্তু কন্যাসন্তানের জন্ম হওয়ায় সেই হতাশা থেকে ১৭ দিনের সদ্যোজাত শিশুটিকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়ে তিনি ঢাকনা বন্ধ করে দেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা এই কাণ্ড ঘটিয়েছেন রবিবার। কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার নারায়ণ সিং জানিয়েছেন, ঝুনঝুনু এলাকার রাম কলোনির বাসিন্দা ২২ বছরের আচকি দেবী রবিবার তার ১৭ দিনের কন্যাসন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে দেন। ঢাকনা বন্ধ করে দেওয়ার ফলে সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়। পরে ওই মহিলা পরিচিত এক ব্যক্তিকে ঘটনাটি জানান। সেখান থেকে খবর পৌঁছয় মহিলার স্বামীর কাছে। তিনি পুলিশের কাছে মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মহিলার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করে পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
