আজকাল ওয়েবডেস্ক: নতুন বিতর্কের মুখে পড়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত, যেখানে উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত যোশিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

১১ এপ্রিল এক সরকারি আদেশে তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে ইউজিসি আইন, ১৯৫৬ অনুসারে, এই পদে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো কর্মচারীকে নিয়োগ করা যায় না।

আইনের ৫(২) ধারা অনুযায়ী, "চেয়ারম্যান হবেন এমন একজন ব্যক্তি যিনি কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী নন।"

এছাড়া, ৬(৩) ধারা অনুযায়ী, যদি কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হয়, তাহলে সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ভাইস-চেয়ারম্যান না থাকলে, কমিশনের অন্য কোনো সদস্যকে ছয় মাসের জন্য এই দায়িত্বে নিয়োগ দেওয়া যেতে পারে।

উল্লেখ্য, ইউজিসির পূর্বতন চেয়ারম্যান এম. জগদীশ কুমার ৭ এপ্রিল অবসর নেন। সরকার জানিয়েছে, এই নিয়োগ কেবল একটি অস্থায়ী ব্যবস্থা, এবং এটি ‘ক্যাজুয়াল ভ্যাকেন্সি’র আওতায় পড়ে না, তাই ভাইস-চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। পূর্ণাঙ্গ নিয়োগ প্রক্রিয়া পরে সম্পন্ন হবে।