অরিন্দম মুখার্জি: নিষিদ্ধ মাওবাদী সংগঠনের নিজেদের মধ্যে বিবাদের জেরে মৃত্যু হল সংগঠনের দুই সদস্যের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিঙ্গুম জেলার ফুলজুরি নদীর কিনারায়। নিহত দুই মাওবাদীর নাম হল পারভেল সানডি পূর্তি এবং আশিক তান্তি। একে অপরকে গুলি করে মেরেছেন এই দু'জন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিম সিঙ্গুম জেলার বান্দগাও এবং খুঁটি জেলার মরুহু এলাকার ফুলঝুরি নদীর কিনারায় গুলি চলে। খবর পেয়ে পশ্চিম সিঙ্গুম জেলার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ তদন্তে গিয়ে দেশি পিস্তল, কার্তুজ-সহ মোবাইল উদ্ধার করে। 

পশ্চিম সিঙ্গুম জেলার পুলিশ সুপার আশুতোষ শেখার জানান, নিজেদের মধ্যে মতভেদ এবং বিবাদের ফলে নিষিদ্ধ সংগঠনের এই দুই সদস্য নিজেরাই নিজেদের মধ্যে গুলি চালায়। যে দুজন নকশাল পন্থীর দেহ উদ্ধার হয়েছে তাঁদের পুরনো ইতিহাস আছে। পুলিশ সুপার জানান, পারভেল সানডি পূর্তি বন্ধগাঁও থানা অঞ্চলের বসবাস করার ফলে এই থানা তিনটি মামলা দায় করে।

অপরদিকে মরুনবুরু বন্ধুগাঁও নিবাসী আশিক তান্তিরও অপরাধমূলক কার্যকলাপের রেকর্ড রয়েছে পুলিশের খাতায়।

দুই মাওবাদীর মৃত্যুর ফলে পশ্চিম সিঙ্গুম জেলায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই অভিযানে  একটি দেশি পিস্তল-সহ ১২টি কার্তুজ এবং তিনটে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এছাড়াও সংগঠনের জন্য টাকা আদায়ের রশিদ ও নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।