নিতাই দে

 

নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ এবং আসাম রাইফেলস। ২০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হল দুটি গাড়ি ও তিন যুবককে। দু'দিনে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করা হয়েছে ত্রিপুরা পুলিশ এবং আসাম রাইফেলসের তরফে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ধলাই জেলার আমবাসা থানার পুলিশ বেতবাগান নাকাতে সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয় মোট ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট। জানা গিয়েছে, এই ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

 

 

আমবাসা থানার এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানিয়েছেন, সন্দেহভাজন ওই গাড়িটি ধর্মনগর থেকে আগরতলার দিকে আসছিল। নাকা পয়েন্টের সামনে আসা মাত্র ওই গাড়িটাকে আটকানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে রফিক মিঞা নামে ওই গাড়ির চালককে।

 

 

ইতিমধ্যেই, এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার বড়মুড়া এলাকাতে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস। উদ্ধার হওয়া মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১৮ কোটি টাকা বলে জানানো হয়েছে সংস্থার তরফে।