আজকাল ওয়েবডেস্ক : রিল বানাতে গিয়েই কাল। মুম্বইয়ের ২৭ বছরের তরুণীর অকালমৃত্যু। আনভি কামদার নামে ওই তরুণী পেশায় চাটার্ড অ্যাকাউটেন্ট। তবে তাঁর শখ ছিল নিত্যনতুন রিল বানিয়ে সকলকে তাক লাগিয়ে দেওয়া। সেই রিল বানাতে যাওয়াই কাল হল তাঁর জীবনে।
মহারাষ্ট্রের কুম্ভে জলপ্রপাতের উপর থেকে সোজা নিচে পড়ে গিয়ে মৃত্যু হল আনভির। তিনশো ফুট উঁচু থেকে পড়ে যায় সে। বন্ধুদের সঙ্গে সেখানে সে ছুটি কাটাতে গিয়েছিল। তবে হঠাৎই জলপ্রপাতের উপর থেকে পা পিছলে পড়ে যায় আনভি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সামাজিক মাধ্যমে তাঁর ভ্রমণমূলক রিলগুলির জন্য বেশ পরিচিত ছিল আনভি। নানা ধরণের রিল, ভিডিও বানিয়ে সকলের মন জয় করেছিল সে। ইন্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা আড়াই লক্ষের বেশি। তবে কথায় আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যে রিল তাঁকে সকলের নজরে নিয়ে এসেছিল। সেই রিলই তাঁর জীবনের সমাপ্তি ঘটাল।
মহারাষ্ট্রের কুম্ভে জলপ্রপাতের উপর থেকে সোজা নিচে পড়ে গিয়ে মৃত্যু হল আনভির। তিনশো ফুট উঁচু থেকে পড়ে যায় সে। বন্ধুদের সঙ্গে সেখানে সে ছুটি কাটাতে গিয়েছিল। তবে হঠাৎই জলপ্রপাতের উপর থেকে পা পিছলে পড়ে যায় আনভি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সামাজিক মাধ্যমে তাঁর ভ্রমণমূলক রিলগুলির জন্য বেশ পরিচিত ছিল আনভি। নানা ধরণের রিল, ভিডিও বানিয়ে সকলের মন জয় করেছিল সে। ইন্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা আড়াই লক্ষের বেশি। তবে কথায় আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যে রিল তাঁকে সকলের নজরে নিয়ে এসেছিল। সেই রিলই তাঁর জীবনের সমাপ্তি ঘটাল।
