আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পাশাপাশি শনিবার ভোট গণনা ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে। কেরালার ওয়েনাড় কেন্দ্রেও উপনির্বাচন রয়েছে যেখান থেকে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। গণনার শুরুতে ঝাড়খণ্ডে এনডিএ এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কঠিন হচ্ছে লড়াই। ব্যবধান কমছে এনডিএ এবং ইন্ডিয়া জোটের। অন্যদিকে, মহারাষ্ট্রে ক্রমশ ব্যবধান বাড়াচ্ছে মহাজুটি। ওয়েনাড়ের উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।
বিজেপির নব্যা হরিদাসকে ৬০ হাজারের বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন তিনি। উল্লেখ্য, শনিবার পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা সহ মোট ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা, দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। প্রসঙ্গত, বাংলার ভোট গণনায় নৈহাটিতেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। প্রাথমিক ভাবে হাড়োয়াতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, সিতাইয়ে প্রথম রাউন্ডের গণনা শেষে ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। প্রাথমিক ট্রেন্ডের পর ছয় বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
