আজকাল ওয়েবডেস্ক : ভারতীয় রেলেই কারচুপির অভিযোগ। এযেন বাঘের ঘরে ঘোগের বাসা। যে টিকিট পরীক্ষকরা সর্বদা দেখেন যাতে কেউ বিনা টিকিটে রেলে ভ্রমণ করতে না পারেন সেই টিকিট পরীক্ষকরাই এবার তদন্তের সামনে। অভিযোগ উঠেছে শতাব্দী এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীদের ভ্রমণ করতে দেওয়া হয়েছে। আর এই কাজটি করেছেন রেলের টিকিট পরীক্ষকরা।

 

ফলে টিকিট যাচাইয়ের প্রক্রিয়া যে ভারতীয় রেলে কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে  কিছু অবৈধ যাত্রী কোনও টিকিট ছাড়াই ট্রেনে উঠেছেন এবং এই কাজে তাদেরকে সাহায্য করেছেন টিকিট পরীক্ষকরাই। শতাব্দী এক্সপ্রেসের টিকিটের দাম যথেষ্ট বেশি। পাশাপাশি  দ্রুতগতির পরিষেবার জন্য এটি পরিচিত। সেখানে কীভাবে এই ধরণের একটি ঘটনা হল তা নিয়ে রেলের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

 

রেলের পক্ষ থেকে বলা হয়েছে শতাব্দী এক্সপ্রেসের সি ১১ নামের কোচটিতে যখন যাত্রী ঠাসা ছিল তখন দেখা যায় ২১ জন যাত্রীর কাছে টিকিট নেই। এরপর তাদেরকে যখন জরিমানা করার কথা বলা হয় তখন তারা জানায় তারা ইতিমধ্যে টিকিট পরীক্ষককে ২ হাজার থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। সেই সময় শতাব্দী এক্সপ্রেসে কোনও টিকিট পরীক্ষক ছিল না।

 

এরপর তাকে ফোন করা হলে তিনি বলেন, তিনি সেখানেই ছিলেন তবে ফোনে অন্য কারও সঙ্গে কথা বলছিলেন। এরপর ইটাওয়াড় স্টেশন আসতেই টিকিটবিহীন যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তারা সেখান থেকে ছুটে পালিয়ে যান তবে আরপিএফের হাতে ফের তারা ধরা পড়ে যান। এই বিষয়টি রেল কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযুক্ত টিকিট পরীক্ষক যদি দোষী হন তবে তার কঠিন শাস্তি হবে বলেও জানিয়েছে ভারতীয় রেল।