আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের জলগাঁও জেলার কোঠালি গ্রামে সন্ত মুক্তাই যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাড়সের কন্যা এবং অন্য কিছু মেয়ের হয়রানির অভিযোগে মহারাষ্ট্র পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে তিনজন নাবালক। ঘটনার সময় মন্ত্রী গুজরাতে অবস্থান করছিলেন এবং তাঁর মেয়ে তাঁকে জানায় যে যাত্রায় অংশ নিতে চায়। মন্ত্রী তাঁর মেয়েকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যাওয়ার পরামর্শ দেন।

অভিযোগ অনুযায়ী, কিছু যুবক মন্ত্রীর কন্যা এবং তাঁর বন্ধুদের অনুসরণ করে এবং তাঁদের ছবি ও ভিডিও তুলে হয়রানি করে। যখন নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন, তখন অভিযুক্তরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়। স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্তরা মন্ত্রীর মেয়ের পূর্ব পরিচিত এবং একই গ্রামের বাসিন্দা। মন্ত্রীর বডিগার্ডও দাবি করেছেন যে তাঁকে হুমকি দেওয়া হয় এবং অভিযুক্তরা তাঁর কলার ধরে টান দেয়।

মুক্তাইনগর থানায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারাসহ পকসো এবং তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলাও রুজু করা হয়েছে। উপ-পুলিশ সুপার কুশনাত পিংডে জানান, সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে একজন, অনিকেত ভূইয়ের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে।