আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অস্ত্র কী? যা নিমেষে তছনছ করে দিতে পারে সবকিছু? প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে, উত্তর আসে পারমাণবিক বোমা। বিশ্ব ইতিমধ্যে এই বোমার প্রয়োগ, নৃশংস-ভয়াবহ পরিণতি দেখেছে। হিরোশিমা-নাগাসাকি প্রতি মুহূর্তে আতঙ্ক তৈরি করে মানবমনে, তৈরি করে গভীর ক্ষত। ৬ আগস্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপে প্রায় ১,৪০,০০০ মানুষের প্রাণ যায়, ৭০টি শহর ধ্বংস হয়ে যায় নিমেষে।
কিন্তু জানেন কি, এমন বোমাও রয়েছে, যার ক্ষমতা পারমাণু বোমার হাজারগুণ। তথ্য, বিশ্বের সবচেয়ে মারাত্মক, বিপজ্জনক অস্ত্র পারমাণু বোমা নয়, হাইড্রোজেন বোমা। পরমাণু বোমার ভয়াবহ পরিস্থিতি দেখলেই আন্দাজ করা যায়, এর হাজারগুণ বেশি ক্ষমতাশালী বোমা নিক্ষেপ করা হলে, তার পরিনাম কতটা ভয়াবহ হতে পারে।
তথ্য, এই হাইড্রোজেন বোমের বিস্ফোরণ মূলত তিন ধাপে ঘটে। প্রথম দুটি পর্যায়ে ৫০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়, যা এর প্রধান চুল্লিগুলিকে বিস্ফোরিত হতে সাহায্য করে।
যখন বিস্ফোরণ ঘটে, তখন এটি এত বেশি আলো উৎপন্ন করে, একজন ব্যক্তি অন্ধ হয়ে যেতে পারে। এর শক্তি সূর্যের আলোর সমান। বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছে এই হাইড্রোজেন বোমা মজুত রয়েছে। তবে এসব বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায় না।
