আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। তবে এরই মাঝে ভারতীয় জানিয়ে দিল অপারেশন সিঁদুরে দেওয়া কাজ সফলভাবে নিখুঁত ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। অপারেশন সঠিক এবং গোপনীয়ভাবে বাস্তবায়িত করা হয়েছে।  যেহেতু অপারেশন এখনও চলছে, একটি বিশদ ব্রিফিং যথাসময়ে করা হবে। আইএফ সকলকে অনুমান এবং অপ্রমাণিত তথ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে।

 

?ref_src=twsrc%5Etfw">May 11, 2025


শুক্রবার সন্ধ্যায় অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা করে পাকিস্তান। তবে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি। আকাশেই ধ্বংস করা হয়েছে ড্রোনগুলি। বৃহস্পতিবার রাত থেকেই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয় অমৃতসরেও। বৃহস্পতিবার রাত থেকে একটানা ব্ল্যাক আউট এই শহরে। 


শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এরপর রাত ন'টা থেকেই ফের সাইরেন বাজতে শুরু করে অমৃতসরে। আবারও ব্ল্যাক আউট করা হয় গোটা শহরে। সকলকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়। শনিবার রাত থেকেই ফের বাড়তি সতর্কতা অবলম্বন করে, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।