আজকাল ওয়েবডেস্ক: ওয়াক্‌ফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষে ও বিপক্ষে তিন দিন ধরে শুনানি শেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আদেশ সংরক্ষণ করে।

শুনানিতে প্রধান বিচারপতি বিসিআর গাভাই বলেন, "হিন্দুদের মধ্যে মোক্ষের ধারণা রয়েছে", যা সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবলের যুক্তির প্রেক্ষিতে উঠে আসে। সিবল বলেন, "ওয়াক্‌ফ হল ঈশ্বরের উদ্দেশ্যে দান, পারলৌকিক কল্যাণের জন্য উৎসর্গ। এটি ধর্মীয়ভাবে গভীর এক ধারণা"। প্রতিবাদে অ্যাডভোকেট রাজীব ধাওয়ান বলেন, "বেদের ভিত্তিতে হিন্দু ধর্মে মন্দির অপরিহার্য নয়। প্রকৃতির উপাসনার ঐতিহ্য আছে।"

অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, "ওয়াক্‌ফ ইসলামের একটি ধারণা হলেও তা ধর্মের অপরিহার্য অঙ্গ নয়, এটি শুধু দান। দান সব ধর্মেই আছে— হিন্দুদের দান, খ্রিস্টানদের দান, শিখদের লঙ্গর"। সিব্বল আরও বলেন, হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মতো ওয়াক্‌ফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তির নিয়ম নিয়ে প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাশিহর বেঞ্চ আগামীকাল এই মামলার রায় দেবে বলে জানানো হয়েছে।