আজকাল ওয়েবডেস্ক: বছর শুরুতেই বড় খবর। একগুচ্ছ কর্মী নিয়োগ করবে টাটা। টিসিএসের তরফে জানানো হয়েছে, প্রায় ৪০ হাজার স্নাতক নিয়োগ করবে কোম্পানি। শিক্ষানবিশদের কাজের জন্য সুযোগ বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। দিচ্ছে কোম্পানি এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফে। 

 


সংস্থার এইচ আর মিলিন্দ লাখাদ জানিয়েছেন, এআই প্রযুক্তি আনতে চলেছে টাটা। তবে টিসিএসের নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে কোম্পানি। সেক্ষেত্রে বেশ কিছু স্কিল লাগবে। যেমন একদম প্রাথমিক স্তরে যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশন জানা জরুরি। এর পরের ধাপ ই ওয়ান। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে। টিসিএসের যে নিজস্ব জেন এআই টুল রয়েছে সেটার ব্যবহার জানতে হবে। সর্বশেষ বিভিন্ন ডোমেনে এডভ্যান্সড এআই এর প্রয়োগ জানতে হবে। 

 


এআই এর ফলে অনেকেই ভাবছেন চাকরির বাজার কমে যাবে। কিন্তু সেই ধারণা একেবারেই ভুল বলেই জানিয়েছেন, মিলিন্দ লাখান্দ। তিনি জানিয়েছেন, এআই দিয়ে প্রযুক্তির উন্নতি হলেও ক্লায়েন্টের সঙ্গে যে মানবিক দৃষ্টিভঙ্গি এবং সহানুভূতির সঙ্গে একটা মানুষ ব্যবহার করতে পারেন সেটা এআই কখনই পারবে না। এছাড়া তাঁর আরও মন্তব্য, ডিগ্রি তো দরকারই, কিন্তু তাঁর সঙ্গে আরও বেশি করে দরকার কর্ম দক্ষতা। কোডিং এর ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা একজন মানুষই বারংবার প্র্যাকটিসের মাধ্যমে ভাল করে করতে পারবেন। টিসিএসের লক্ষ্যই আইটি প্রযুক্তিকে আরও বৃহত্তর ক্ষেত্রে ব্যবহার করা।