আজকাল ওয়েবডেস্ক: রেভদান্ডা উপকূলের কাছে একটি সন্দেহজনক নৌকা দেখা গিয়েছে। তারপরই মহারাষ্ট্রের রায়গড় জেলার উপকূলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রেভদান্ডায় কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে নিরাপত্তা কর্মীরা রহস্যজনক নৌকাটি দেখতে পান বলেএকজন কর্মকর্তা জানিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, জাহাজটিতে অন্য দেশের চিহ্ন রয়েছে। সতর্কতার পর, রায়গড় পুলিশ, বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিডিএস), কুইক রেসপন্স টিম (কিউআরটি), নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
রায়গড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট আঁচল দালাল, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উপকূলে পৌঁছেছেন।
ভারী বৃষ্টিপাত এবং তীব্র হাওয়ার জেরে ওি নৌকা পর্যন্ত পৌঁছানো যায়নিয়। দালাল নিজেই একটি বার্জ ব্যবহার করে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তাকে ফিরে আসতে হয়। তিনি বলেন, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
