আজকাল ওয়েবডেস্ক: নতুন ও বিতর্কিত ওয়াক্‌ফ (সংশোধনী) আইন ২০২৫-এর সাংবিধানিক বৈধতা নিয়ে আজ শুনানি করবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ অন্তত পাঁচটি আবেদন শুনবে, যার মধ্যে রয়েছে হায়দরাবাদের সাংসদ ও AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির আবেদনও।

সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ৫ মে পর্যন্ত কোনো ওয়াক্‌ফ সম্পত্তি ডিনোটিফাই বা ওয়াক্‌ফ বোর্ডে নিয়োগ করবে না। কেন্দ্র বলেছে, নতুন আইনে ধর্মীয় রীতি বা বিশ্বাসে হস্তক্ষেপ হয়নি, বরং আগের আইনকে অপব্যবহার করে সম্পত্তি দখল রুখতেই সংশোধনী আনা হয়েছে।

তবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড কেন্দ্রের দাবি খারিজ করে আদালতে আপত্তি জানিয়েছে। প্রধান বিচারপতির ১৩ মে অবসরের আগে মামলার পূর্ণাঙ্গ শুনানি হওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।