আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের ম্যাঙ্গালুরুর উপকণ্ঠে বৃহস্পতিবার রাতে এক হামলায় প্রাক্তন বজরং দল সদস্য সুহাস শেঠি নিহত হয়েছেন। হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ জানায়, রাত ৮টা ২৭ মিনিটে সুহাস ও পাঁচজন সঙ্গী একটি গাড়িতে যাওয়ার সময়, দুটি গাড়িতে আসা ৫-৬ জন হামলাকারী তাঁদের পথ আটকায়। সুহাসকে তরোয়াল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

তাঁকে এ.জে. হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এই ঘটনার পর হাসপাতালের সামনে হিন্দুত্ববাদী কর্মীদের ভিড় জমে। বিজেপি সাংসদ নলিন কুমার কাটীল, বিধায়ক ভারত শেঠি সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা হাসপাতালে যান।

হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ম্যাঙ্গালুরু বন্‌ধ ডেকেছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সুহাস শেঠি ২০২২ সালের মুসলিম যুবক মহম্মদ ফাজিল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিলেন। ওই হত্যারই পালটা প্রতিশোধ বলে মনে করা হচ্ছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চারটি তদন্ত দল গঠন করা হয়েছে এবং শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “তদন্ত চলছে, কেউ ছাড় পাবে না।”

সরকার সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।