আজকাল ওয়েবডেস্ক: ভরা বর্ষায় প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। পরপর মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান। তার জেরে ঘরছাড়া শ'য়ে শ'য়ে স্থানীয় বাসিন্দা। হড়পা বানে কারও ভেসে গেছে বাড়ি, কারও প্রিয়জন, কোথাও আবার গোটা পরিবারের সদস্যদের খোঁজ নেই। পাশাপাশি শতাধিক রাস্তার বেহাল দশা। কোনও কোনও রাস্তায় ধসের কারণে পুরোপুরি যান চলাচল বন্ধ। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by The Whatup (@thewhatup)