আজকাল ওয়েবডেস্ক : অনেক তো বৃষ্টি হল, এবার তো বিদায় নেওয়ার পালা। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে চলতি মাসের ১৯ থেকে ২৫ সেপ্টেম্বরই বিদায় নিতে চলেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছিল ১ জুন। এরপর ৮ জুলাইয়ের মধ্যে গোটা দেশে বর্ষার মেঘ ছেয়ে গিয়েছিল।
ভাল বর্ষাও হয়েছে এই সময়ে। ১ জুন থেকে দেশে মোট ৮৩৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবারে স্বাভাবিকের তুলনায় ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে দেশের কয়েকটি পার্বত্য এলাকায় নির্ধারিত সময়ের থেকেও বেশি সময় বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। এই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং বিহারের বেশ কয়েকটি অংশ। ভারতের বেশিরভাগ অংশই বর্ষার বৃষ্টির উপর নির্ভরশীল।
দেশের ৫২ শতাংশ কৃষিজমি বর্ষার দিকে তাকিয়ে থাকে। এছাড়া পানীয় জলের সরবরাহ এবং বিদ্যুৎচালিত শক্তির ক্ষেত্রেও বর্ষার গুরুত্ব অনেকটাই থাকে। তবে সরকারিভাবে বর্ষার বিদায় হলেও অনেক সময় অক্টোবর মাসে বেশ কয়েকটি নিম্নচাপ হয়ে থাকে। এরফলে সেইসময় বাড়তি বৃষ্টি হয় দেশের বেশ কয়েকটি প্রান্তে। তবে সরকারিভাবে বর্ষার বিদায় প্রায় আসন্ন।
