আজকাল ওয়েবডেস্ক: চার আর মাত্র কিছুদিন। চলতি বছরে আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। সেই পূর্বাভাস শেষমেশ সত্যি হতে চলেছে। চলতি সপ্তাহেই বর্ষা প্রবেশ করতে পারে। এই বছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার মৌসম ভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী চার-পাঁচদিনের মধ্যে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে। এপ্রিলে আগাম বর্ষার পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, ২৭ মে নাগাদ কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। এবার জানালেন, ২৫ মে'র মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
১৬ বছর পর কেরলে আগেভাগেই ঢুকছে বর্ষা। ২০০৯ সালে ২৩ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। গতবছর ৩০ মে, ২০২৩ সালে ৮ জুন, ২০২২ সালে ২৯ মে, ২০২১ সালে ৩ জুন, ২০২০ সালে পয়লা জুন, ২০১৯ সালে ৮ জুন, ২০১৮ সালে ২৯ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল।
মৌসম ভবন আরও জানিয়েছে, আগাম বর্ষার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের কোনও সম্পর্ক নেই। তবে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর, এই চারমাসে দেশজুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করলে, ৮ জুনের মধ্যে গোটা দেশে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। দেশ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ১৫ অক্টোবরের মধ্যে বর্ষা পুরোপুরি বিদায় নেয়।
