আজকাল ওয়েবডেস্ক: সোনিয়া ও রাহুল গান্ধীকে নোটিশ দিল দিল্লির দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক বিশাল গোগনে এদিন এই নোটিস জারি করেন। ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপ মামলায় শীর্ষ দুই কংগ্রেস নেতৃত্বকে এই নোটিশ ধরানো হয়েছে।
বিচারক গোগনে শুক্রবার বলেছেন, "স্বচ্ছ বিচার ব্যবস্থায় চার্জশিটের বিষয় জানার অধিকার রয়েছে। তাই তাঁদের আদালতে হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়েছে।" এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ মে।
ন্যাশনাল হেরল্ড দুর্নীতি মামলায় এর আগে সনিয়া ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় এই আর্থিক তদন্তকারী সংস্থার চার্জশিটে সোনিয়া ও রাহুল গান্ধীকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মামলায় আরও অভিযুক্ত হিসেবে রয়েছেন স্যাম পিত্রোদা (কংগ্রেসের বিদেশ শাখার প্রধান) ও সুমন দুবে (প্রাক্তন সাংবাদিক ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত)।
ইডির অভিযোগ, গান্ধী পরিবার দ্বারা পরিচালিত ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড মাত্র ৫০ লাখ টাকায় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)-এর সম্পত্তি অধিগ্রহণ করে, যার তৎকালীন মূল্য ছিল প্রায় ২,০০০ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে প্রায় ৫,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। ইডির দাবি অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ইয়ং ইন্ডিয়ান কোম্পানি এজেএল অধিগ্রহণের পর থেকে মোট ৯৮৮ কোটি টাকার অনৈতিক সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে, যার মধ্যে রয়েছে ৭৫৫ কোটি টাকার রিয়েল এস্টেট, ৯০ কোটি টাকার শেয়ার, এবং ১৪২ কোটি টাকার ভাড়ার আয়- দিল্লি, মুম্বাই, ইন্দোর, পাঁচকুলা, লখনউ ও পাটনার মতো শহরগুলির বিভিন্ন সম্পত্তি থেকে সংগৃহীত।
