আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমের বেশ কয়েকটি উপকারি দিক থাকে। অন্যদিকে কয়েকটি অপকারি দিকও থাকে। সেদিক থেকে দেখতে হলে এমনই একটি ঘটনা উঠে এল সামনে।
কর্নাটক পুলিশ একটি ডাকাতদলকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। এরা সকলেই একটি এসবিআই ব্যাঙ্কে গিয়ে ডাকাতি করেছিল। সেখান থেকে এরা ১৭.৭ কেজি সোনা ডাকাতি করে। এই ডাকাতির ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ২৮ অক্টোবর। তখন থেকেই এদের সন্ধান করছিল পুলিশ। তবে এবার গোপন সূত্রে খবর পেয়ে এদের সকলকেই ধরে ফেলে পুলিশ।
এই বিরাট পরিমান সোনার ডাকাতি করে এরা তামিলনাড়ুর একটি গ্রামে ঘাপটি মেরে লুকিয়ে ছিল। সেখান থেকে এরা ফের অন্যত্র পালানোর পরিকল্পনা করে। এই এলাকার কিছুদিন লুকিয়ে থাকার পর এখান থেকে পালানোর চেষ্টা করছিল এই ছয়জনের ডাকাত দলটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ডাকাত দলটি এর আগেও বেশ কয়েকটি বড় ডাকাতির পরিকল্পনা করেছিল। পুলিশের খাতায় আগে থেকেই এদের নাম তোলা রয়েছে। উত্তরপ্রদেশে কিছুদিন আগেই এই ডাকাত দলটি বড় ডাকাতি করে। তবে সেবারেও ধরা পড়ে যায় এরা। বিগত ১০ বছর ধরে এই দলটি নানা ধরণের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। তাই ব্যাঙ্কের ডাকাতির ঘটনার পরই এদের দিকে সরাসরি পুলিশের নজর যায়।
তবে এবার ডাকাতি করা নিয়ে বিশেষ পন্থা ব্যবহার করেছিল এই ডাকাতদলটি। তারা ইউটিউব এবং বেশ কয়েকটি টিভি শো দেখে ডাকাতি করার ছক করে। কীভাবে ব্যাঙ্কে গিয়ে ডাকাতি করতে হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করে নেয় এরা। হাতের ছাপ, সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোন সবেতেই এরা অভিনব কায়দা ব্যবহার করে। এরপরই ব্যাঙ্ক থেকে এরা ১৭ কেজির বেশি সোনা ডাকাতি করে।
তবে যতই বুদ্ধি করে এরা ডাকাতি করুক না কেন পুলিশের নজরদারি থেকে এরা কেউ বাঁচতে পারল না। অতি দ্রুত এদেরকে জালে ফেলে দিল পুলিশ। বেশ কয়েকমাস ধরে এরা লুকিয়ে ছিল। তখন তাঁদের পায়নি পুলিশ। তবে নিজেদের ঘর থেকে বের হতেই এরা সরাসরি পুলিশের হাতে ধরা পড়ে গেল।
