আজকাল ওয়েবডেস্ক: উত্তর-পশ্চিম দিল্লির আজাদপুর এলাকায় তিন জনৈক গুলি চালিয়ে এক যুবককে আহত করেছে বলে অভিযোগ। সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ একটি ফুটওভারব্রিজের কাছে এই ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত তদন্ত শুরু হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আহত তরুণ আরিয়ান। ১৭ বছর বয়সের তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আরিয়ানের মা নীতু ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। পুলিশকে জানিয়েছেন তিনি, তাঁর ছেলে এবং আরও দুইজন রঞ্জিতা ও নিখিল, আজাদপুরের একটি কলোনি কেন্দ্রিক ফুট ওভারব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন। আচমকা অভিযুক্তরা ঘটনাস্থলে পৌঁছে গুলি চালায়। হামলাকারীদের লাড্ডু, শমসের এবং শানু হিসেবে শনাক্ত করা গিয়েছে। তথ্য অনুযায়ী, এরা সকলেই জাহাঙ্গীরপুরীর বাসিন্দা।
আরিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধ দল এবং ফরেনসিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রমাণ সংগ্রহ করেন।
ঘটনার জেরে আদর্শ নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে গুলি চালানোর কারণ জানা যায়নি এখনও। তদন্ত করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের পাকড়াও করা হবে৷
