আজকাল ওয়েবডেস্ক: সিরিয়াল কিলার শব্দবন্ধটি বেশ প্রচলিত। কিন্তু সিরিয়াল রেপিস্ট? হ্যাঁ তেমনই হয়েছে বাস্তবে। ধর্ষণে অভিযুক্ত প্যারোলে মুক্তি পেয়ে ফের ধর্ষণ করল দুজনকে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে।
ছত্তিশগড়ের কোরিয়া জেলায় এক ব্যক্তি তাঁর ১১ বছরের মেয়ে এবং ১৩ বছরের ভাগ্নিকে যৌন হেনস্থা করে। এই অভিযোগেই ৩৬ বছর বয়সী ওই লোক জেলে বন্দি ছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকজনকে ধর্ষণ করেছেন বলে খবর। সম্প্রতি ছাড়া পেয়েছিলেন প্যারোলে। মুক্তি পেয়ে ফের ধর্ষণ করেন তাদের।
জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর তিনি বাড়িতে একা থাকার সুযোগে ধর্ষণ করে মেয়েকে। এই ঘটনার কথা জানালে পরিণতি ভালো হবে না বলে হুমকিও দেয় সে। এর দুদিন পর কাঠ সংগ্রহ করার নাম করে ভাগ্নিকে নিয়ে জঙ্গলে গিয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি। হুমকি দেয় তাঁকেও।
অবশেষে দুই নাবালিকা গিয়ে ২৬ অক্টোবর পুলিশে অভিযোগ জানায়। অভিযুক্ত ফোন ব্যবহার করছিল না, ফলে পুলিশ প্রথমে তার গতিবিধি ট্র্যাক করতে পারছিল না। পরে ধরা পড়ে সে।
গত ১৫ দিনে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। আসামি প্যারোলে থাকার সময় অপরাধ করেছে। এর আগে প্যারোলে এক খুনের আসামি এই মাসের শুরুর দিকে মহারাষ্ট্রে তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। অভিযুক্ত অমিত নাটকরে ওরফে সোনু পলাতক ছিল, এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। নাটকরে এর আগে দুটি হত্যা মামলার আসামি ছিল এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। প্যারোলে বেরিয়ে, তিনি স্ত্রী ভাগ্যশ্রীকে হয়রানি করছিলেন, চাপ দিচ্ছিলেন বাবা-মায়ের কাছ থেকে টাকা আনার জন্য। যাতে সেই টাকা দিয়ে মামলা লড়তে পারেন। কিন্তু না দেওয়ায় স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি।
