আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর রামনাথপুরম উপকূলে ১৫ এপ্রিল (মঙ্গলবার) ভারতীয় কোস্ট গার্ড এক অভিযানে ১৪৫ কেজি নিষিদ্ধ সমুদ্র শসা (Sea Cucumber) বাজেয়াপ্ত করেছে, যার বাজারমূল্য প্রায় ৫৮ লক্ষ টাকা।
সমুদ্র শসা সংগ্রহ ও বেচাকেনা ভারতের বন্যপ্রাণ সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। কোস্ট গার্ডের মান্ডপম স্টেশন ১৩ এপ্রিল রাতে এই পাচার আটক করে। এই ধরনের অভিযান দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এক্স-এ কোস্ট গার্ড লিখেছে, “১৩ এপ্রিল, মান্ডপম স্টেশনে ১৪৫ কেজি অবৈধ সমুদ্র শসা আটক করা হয়েছে। এটি আমাদের সামুদ্রিক পরিবেশ রক্ষার দিকে একটি বড় পদক্ষেপ।”
এর আগে, ১৩ এপ্রিল গুজরাট উপকূলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে কোস্ট গার্ড ও গুজরাট এটিএস-এর যৌথ অভিযানে প্রায় ১,৮০০ কোটি টাকার ৩০০ কেজি মাদক উদ্ধার হয়েছে। চোরাকারবারীরা ওই মাদক আরব সাগরে ফেলে পালিয়ে যায়। অনুমান করা হচ্ছে, এটি মেথঅ্যামফেটামিন (methamphetamine)। তা এখন তদন্তের জন্য এটিএস-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
