আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় পরিবহন দপ্তরের বড় সিদ্ধান্ত। যাদের নিজেদের গাড়ি রয়েছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের এবার থেকে মানতে হবে নতুন নিয়ম। গাড়ি বা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে নিজের আধার কার্ডকে আপডেট করে রাখতেই হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর যদি আপডেট না করা থাকে তাহলে সেখানে দিতে হবে বড় জরিমানা।

 


মোটর ভেহিকেলস আইন নিয়ে নতুন চিন্তাভাবনা করছে সরকার। তাই তারা এই সিদ্ধান্তটি নিতে চলেছে। যারা রাস্তায় ট্রাফিক নিয়ম মানেন না, যারা রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালান তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় দেখা গিয়েছে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেলেও তারা অন্য মোবাইল নম্বর ব্যবহার করে ফের নতুন করে নিজেদের ড্রাইভিং লাইসেন্স করে নেন। সেই কাজকে রুখতেই এই পদক্ষেপ।


ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট সেক্রেটারি ভি উমাশঙ্কর রাস্তায় যানবাহনের নিরাপত্তার দিকটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানেই তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় ১২ হাজারের বেশি ই চালান বাকি রয়ে গিয়েছে। দেশের বর্তমান ই চালান ব্যবস্থাটি সঠকভাবে কাজ করতে পারছে না। সুতরাং এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার।


এখনও পর্যন্ত কেন্দ্রের যে ব্যবস্থা রয়েছে সেখানে শক্তপোক্ত কোনও ব্যবস্থা তৈরি করা নেই। সেদিকে নজর দিয়েই আগামীদিনে আরও এগিয়ে যেতে চায় সরকার। তাই মোবাইল নম্বর আধারকেই হাতিয়ার করতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যদি কারও ঠিকানা পরিবর্তন হয়ে গিয়ে থাকে তাহলে তাকে সেটি নিজের ড্রাইভিং লাইসেন্সেও পরিবর্তন করতে হবে। নাহলে হবে জরিমানা।


ই চালান যারা সঠিক সময়ের মধ্যে দেবেন না তারা এবার থেকে কঠোর শাস্তির সামনে পড়বেন। যদি আার কার্ডের সঙ্গে নিজের গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স আপডেট না করা থাকে তাহলে সেটা সরকার আর মেনে নেবে না। যদি এই ব্যবস্থাটি দ্রুত চালু হয়ে যায় তাহলে সরকারের রোজগার যেমন বাড়বে তেমনি নিয়মভঙ্গকারীরা কঠোর শাস্তি এবং জরিমানার সামনে পড়বেন।