আজকাল ওয়েবডেস্ক: বিয়ের জন্য পরিবারের জোরাজুরি। দেখাশোনা করেই পাত্র পছন্দ করেছিলেন বাবা-মা। পাত্র আদতে নম্র, ভদ্র, সভ্য। দেখতেও সুন্দর। ভাল চাকরিও করেন। কিন্তু পাত্রের চরিত্র কেমন? বিয়ের আগে যাচাই করতে চেয়েছিলেন ২২ বছরের তরুণী। তাই বান্ধবীর অ্যাকাউন্ট থেকে লুকিয়ে লুকিয়ে গল্প করছিলেন। তাতেই বেরিয়ে এল পাত্রের আসল চরিত্র। যা দেখেই সোশ্যাল মিডিয়াতেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ওই তরুণী। 

তিনি জানিয়েছেন, বাবা-মা দেখাশোনা করেই পাত্র পছন্দ করেন। সমাজের মান্যগণ্য এক ব্যক্তি। ভাল চাকরি, সুন্দর চেহারা, এমনকী আপাতদৃষ্টিতে সৎ চরিত্রের বলেই মনে হয়েছিল। বিয়ের আগে মেলামেশা করার সময়েই পাত্রের আসল রূপ বেরিয়ে আসে। বাইরে থেকে ভদ্র, সভ্য মনে হলেও, পাত্রটি আদতে 'টক্সিক'। 

তরুণী জানিয়েছেন, সবকিছুতেই তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করতেন পাত্র। মাঝে মাঝে নগ্ন ছবি পাঠাতেন। অস্বাভাবিক যৌনতার কথা বলতেন। মানসিক স্থিরতাও নেই। সম্মতির তোয়াক্কা করতেন না। গায়ে হাত তোলা, মারধর পর্যন্ত সমর্থন করতেন। এখানেই শেষ নয়। পাত্রের চরিত্র বুঝতে এক বান্ধবীর অ্যাকাউন্ট থেকে চ্যাট করতেন তরুণী। সেই বান্ধবীকে ছবি পাঠাতেন ওই যুবক। এমনকী পর্ন ছবি দেখার জন্য জোরাজুরি করতেন। 

তরুণী আর্জি জানিয়েছেন, আজকের দিনে দেখাশোনা করে বিয়ের জন্য শুধুমাত্র চাকরি, বেতন, বয়স, পরিবারের স্ট্যাটাস দেখবেন না। পাত্র ও তাঁর পরিবার কতটা সৎ, কেমন চরিত্রের তা যাচাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।