আজকাল ওয়েবডেস্ক: ভুল শুধরে নিল রিলায়েন্স গোষ্ঠী। ‘অপারেশন সিঁদুর’ জন্য তাদের স্বত্ব অনুরোধ তারা প্রত্যাহার করে নিল। তারা আরও জানিয়ে দিল আবেদনটি ভুলবশত দাখিল করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, একজন জুনিয়র কর্মচারী যথাযথ অনুমোদন ছাড়াই এই অনুরোধটি জমা দিয়েছেন।
 
 রিলায়েন্স তাদের এক বিবৃতিতে জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অপারেশন সিঁদুরকে স্বত্ব করার কোনও ইচ্ছা নেই। এটি ভারতীয় সাহসিকতার প্রতীক হিসেবে জাতীয় চেতনার একটি অংশ। তারা আরও জানিয়ে দিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি ইউনিট জিও স্টুডিওস তাদের স্বত্ব করার আবেদনটি প্রত্যাহার করেছে। এটি একজন জুনিয়র কর্মীর দ্বারা অনুমোদন ছাড়াই অসাবধানতাবশত করা হয়েছিল।
 
 সেখানে আরও বলা হয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এর সকল অংশীদাররা অপারেশন সিঁদুর-এর জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন লড়াইয়ে অপারেশন সিঁদুর ভারতের সাহসী সশস্ত্র বাহিনীর গর্বিত সাফল্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে রিলায়েন্স ভারত সরকার এবং সশস্ত্র বাহিনীর সমর্থনে সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে। 'ইন্ডিয়া ফার্স্ট' নীতির প্রতি রিলায়েন্সের অঙ্গীকার অটল থাকছে।
 
 ৭ মে  ৪১ নম্বর শ্রেণীর অধীনে 'অপারেশন সিঁদুর' স্বত্ব করার জন্য চারটি ভিন্ন আবেদন জমা পড়ে। এই বিভাগে চলচ্চিত্র, অনুষ্ঠান, অনলাইন সামগ্রী, শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। এটি সাধারণত ওটিটি প্ল্যাটফর্ম, সম্প্রচারক এবং চলচ্চিত্র নির্মাতারা ব্যবহার করেন। 
 
 রিলায়েন্স, তার জিও স্টুডিও ইউনিটের মাধ্যমে তখনই প্রথম আবেদন জমা দেয়। এরপর যারা আবেদন করেছিলেন তারা হলেন মুম্বইয়ের একজন বাসিন্দা, একজন অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা এবং দিল্লিতে অবস্থিত একজন আইনজীবী।
