আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের জানুয়ারিতেই ঘটা করে অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ করা হয়। তারপরই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের ফটক। উপছে পড়ে ভিড়। রামলালার মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে এবার রামমন্দির প্রাঙ্গণের ভিতরে ৬টি মন্দির নির্মাণের ছবি প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। মূল মন্দির চত্বরে এই ৬টি মন্দির হল, সূর্য মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, অন্নপূর্ণা মন্দির ও হনুমান মন্দির।
এছাড়াও শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে, আগামী বছর ২২ জানুয়ারিতে নয়, ওই মাসের ১১ তারিখ রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি উদযাপন করা হবে। এর কারণ ওই সময়ই শুক্লা দ্বাদশী পালিত হবে। শুক্লা দ্বাদশী কুরমা দ্বাদশী নামেও জনপ্রিয়।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামমন্দিরের উদ্বোধনের সময়ই জানিয়েছিল যে, অযোধ্যায় আরও ১৩টি মন্দির নির্মাণ করা হবে। যে ১৩টি নতুন মন্দিরের মধ্যে ৬টি রামমন্দির প্রাঙ্গণের ভিতরে এবং ৭টি মন্দির চত্বরের বাইরে তৈরি করা হবে। রামমন্দিরের কাজ শেষ হওয়ার পর মন্দির প্রাঙ্গনের ভিতরে এই ৬টি মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়। মন্দির প্রাঙ্গণের বাইরে বিরাট এলাকা জুড়ে বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, শবরী দেবী এবং জটায়ুর মন্দির নির্মাণের কাজ চলছে।
২২ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রামমন্দিরে রামলালার 'প্রাণ প্রতিষ্টা' করেছিলেন। সেদিনই অযোধ্যায় ৫০০ বছর পর ভগবান রামের স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছিল। এই মন্দিরের প্রতিষ্ঠা কয়েক দশকের নানা কর্মকাণ্ডের সমাপ্তি হিসাবে চিহ্নিত, প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে, রামলালার মন্দির নির্মাণ একটি নতুন যুগের আবির্ভাব। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান লক্ষ লক্ষ ভক্ত নিজেদের বাড়িতে এবং আশেপাশের মন্দিরগুলিতে টেলিভিশনের মাধ্যমে দেখেছিল। সেদিনের অনুষ্ঠানের জন্য কেন্দ্র অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল। উত্তরপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, গোয়া, মহারাষ্ট্র, অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, ঝাড়খণ্ড এবং গুজরাটে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
