আজকাল ওয়েবডেস্ক: পিওকে, পাক অধিকৃত কাশ্মীর। প্রায় সাত দশক আগের এক সিদ্ধান্ত, একটি রেখার জন্য দু ভাগে ভাগ হয়ে গিয়েছিল কাশ্মীর। এক টুকরো ভারতের দিকে, এক টুকরো পাকিস্তানের দিকে। একদিকে দেশ, রাজনীতির বেড়া, অন্যদিকে ভৌগোলিক বিভেদ। তারপরেও দশকের পর দশক বারবারে চর্চায় উঠে এসেছ পিওকে। অপারেশন সিঁদুরের পর আরও তীব্র হয়েছে, পিওকে-কে ভারতে ফেরানোর বিষয়। অপারেশন সিঁদুরের পর, দেশের প্রধানমন্ত্রী সাফ জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয়, কথা হবে সন্ত্রাসবাদ নিয়ে, পিওকে নিয়ে। ভারতের সেনা বাহিনীর প্রধানের কাছেও, গুরু গুরুদক্ষিণা হিসেবে চেয়ে বসেছেন পিওকে।

এসবের মাঝেই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বললেন, সে দিন আর বেশি দূরে নেই, যেদিন পিওকে অংশ হবে ভারতের। বললেন, সে দিন আর বেশি দূরে নেই, যেদিন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা স্বেচ্ছায় এসে যুক্ত হবেন ভারতের সঙ্গে।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) বিজনেস সামিটে বক্তৃতা দেওয়ার সময় রাজনাথ সিং জাতীয় ঐক্যের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেখানেই প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারীরা ভারতীয় পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা আমাদের নিজেদের। আমি বিশ্বাস করি, যেসব ভাইয়েরা রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে আমাদের থেকে বিচ্চিন্ন, নিজেদের মনের কথা শুনে একদিন তাঁরা ফিরে আসবেন ভারতে।‘

রাজনাথ আরও বলেন, ‘ভারত সবসময় হৃদয়ের সংযোগের কথা বলে, আমরা বিশ্বাস করি যে ভালোবাসা, ঐক্য এবং সত্যের পথে হেঁটে, সেই দিন খুব বেশি দূরে নয়, যখন আমাদের নিজেদের অংশ, পাক অধিকৃত কাশ্মীর, ফিরে এসে বলবে, 'আমি ভারত, আমি ফিরে এসেছি।‘