আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় গাফিলতির পরিণাম কী হতে পারে পারে তা টের পেলেন রাজস্থানের দিদওয়ানা কুচমান জেলার এই মহিলা। গত তিন মাস ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। অস্ত্রোপচার করার পর দেখা গেল তাঁর পেটের মধ্যে রয়েছে একটি তোয়ালে। এই ঘটনায় ওই অঞ্চলে চিকিৎসাব্যবস্থার করুণ চিত্র ফের এক বার সামনে চলে এল।
মাস তিনেক আগে কুচমান হাসপাতালে সন্তানের প্রসব করেন ওই মহিলা। সিজারিয়ান প্রসব হয় তাঁর। প্রসবের পর থেকেই সেলাইয়ের জায়াগায় যন্ত্রণা শুরু হয়। বহু ওষুধ খাওয়ার পরেও সুরাহা মিলছিল না। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শলা পরামর্শ করার পরেও তাঁর অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
অবশেষে আজমেঢ়ে গিয়ে সিটি স্ক্যান করানোর পরে চিকিসকেরা তাঁর পেটে কোনও কিছুর উপস্থিতি লক্ষ করেন। মহিলার পরিবারের লোকেরা এর পর তাঁকে জোধপুর এইমসে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা ভাল করে পরীক্ষানিরীক্ষার পর ওই মহিলার অস্ত্রোপচরা করার সিদ্ধান্ত নেন। এর তাঁর পেট থেকে একটি ছোট তোয়ালে উদ্ধার করা হয়। তোয়ালেটি মহিলাটির অন্ত্রে পেঁচিয়ে ছিল।
ওই মহিলার পরিবার রাজস্থান হাই কোর্টে একটি মামলা দায়ের করেছেন। পরিবারের দাবি, হাসপাতালের এই গাফিলতির ফলে প্রবল ব্যাথার কারণে নবজাতককে স্তন্যপান করাতে পারেননি ওই মহিলা। যার ফলে শিশু জন্ম থেকেই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত। এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে দিদওয়ানার স্বাস্থ্য আধিকারিক।
