আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যে ছাত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনে বারবার জোর করেছিলেন শিক্ষক। শিক্ষকের এহেন আচরণের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়েছিল স্কাস টিচার এবং স্কুলের অধ্যক্ষের কাছে। তাতে কোনও ফল হয়নি। পরিবারকে জানাতেই, তাঁরাই উপযুক্ত ব্যবস্থা নিলেন। অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক। 

 

ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা জেলায়। সাকেত পুলিশ থানার অন্তর্গত ঝুলমি গ্রামের এক স্কুলে ঘটনাটি ঘটেছে। 'প্রধানমন্ত্রী শ্রী স্কুল'-এর আওতায় বিশেষ বিভাগে নাম নথিভুক্ত ছিল এই স্কুলের। সেই স্কুলের মধ্যে ১৭ বছরের এক কিশোরীকে বারবার যৌন সঙ্গমে লিপ্ত হতে উত্যক্ত করতেন শিক্ষক। প্রথমে স্কুলের অন্যক্ষ এবং ক্লাস টিচারের কাছে অভিযোগ জানিয়েছিল ওই ছাত্রী। কিন্তু তাঁরা কোনও পদক্ষেপ করেনি। অবশেষে পরিবারকে জানায় সে। 

 

ছাত্রীর পরিবার এরপরই থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার পকসো ধারা সহ একাধিক ধারায় শিক্ষককে গ্রেপ্তার করে মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থানের শিক্ষামন্ত্রী অভিযুক্ত শিক্ষক এবং ওই স্কুলের অধ্যক্ষকে সাসপেন্ড করেছে। 

 

ছাত্রী পুলিশকে জানিয়েছে, ওই শিক্ষক একাধিকবার স্কুলের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইতেন। নানা অজুহাতে প্রায়ই তার হাত ধরতেন। স্কুলের তরফে এই ঘটনার কোনও পদক্ষেপ না করায় স্থানীয় বাসিন্দারা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।