আজকাল ওয়েবডেস্ক: অদ্ভূত হলেও সত্যি, ২৫০ টাকা ক্ষতিপূরণের জন্য বিহারের এক বাসিন্দা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন!
কেন এমন পদক্ষেপ? সমস্তিপুর জেলার বাসিন্দা মুকেশ চৌধুরীর দাবি, 'ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই' মন্তব্য শুনে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। ফলে সেই সময় তাঁর দু'হাতে ধরা পাঁচ লিটার দুধের বালতি উল্টে যায়। এতেই ক্ষতি হয়েছে তাঁর। তাই পাঁচ লিটার দুধের টাকা রাহুলের থেকে দাবি করেছেন তিনি
মামলাকারী মুকেশ চৌধুরীর কতায়, "আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে আমার পাঁচ লিটার দুধ ভর্তি বালতি, যার দাম প্রতি লিটার ৫০ টাকা, আমার হাত থেকে পড়ে গেল। রাহুল গান্ধী কথা ছিল জাতির সার্বভৌমত্বের জন্য চরম হুঁশিয়ারি।"
সোনুপুর গ্রামের বাসিন্দা রোসেরা সাব-ডিভিশনের দেওয়ানি আদালতে দাখিল করা মুকেশের আবেদনের অনুলিপিও সংবাদ মাধ্যমকে দেখিয়েছিলেন। যেখানে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে সম্পর্কিত ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ টি ধারায় রাহুল গান্ধীর বিচারের আর্জি জানানো হয়েছে।
তবে, আদালত আবেদনটি গ্রহণ করেছে কিনা তা জানা যায়নি।
রাহুল গান্ধী কী বলেছিলেন?
১৫ জানুয়ারি দিল্লিতে কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছিলেন, "আপনারা একেবারেই ভাববেন না যে আমরা ন্যায্য লড়াই লড়ছি। এখানে কোনও নিরপেক্ষতা নেই। আমাদের দেশের সব সংস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন আমরা বিজেপি, আরএসএস এবং রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি।"
রাহুলের এই মন্তব্যের তীব্র বিতর্ক হয়। প্রতিবাদ করে পাল্টা আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর অভিযোগ, একের পর এক নির্বাচনে পরাজয়ের ফলে হতাশা থেকে রাহুল এমন মন্তব্য করেছেন। গণতান্ত্রিকভাবে মানুষের আস্থা অর্জন করতে পারছেন না উনি। তাই কেন্দ্রীয় সরকার ও দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন।
