আজকাল ওয়েবডেস্ক: ভারত জোড়ো যাত্রার একটি ভিডিও শেয়ার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করে রাহুল বলেন, এবার ভারত ডোজো যাত্রা শুরু হবে। ডোজো কথার অর্থ হল যেখানে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয়।
রাহুল লেখেন, ভারত জোড়ো ন্যায় যাত্রায় বহু হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছি। সেখানেই দেখেছি নিজেকে ফিট রাখতে পারলে দেশের কাজে কখনও বাধা আসবে না। এই কাজে মার্শাল আর্টের জুড়ি মেলা ভার। তাই নিজের আগামী যাত্রার নাম তিনি ভারত ডোজো যাত্রা রেখেছেন। স্কুলের পড়ুয়ারা যদি মার্শাল আর্টকে নিজেদের জীবনে শেখেন তবে সারা জীবন তাঁরা ফিট থাকতে পারবে।
প্রসঙ্গত, রাহুলের টানা দুমাস ব্যাপী ভারত জোড়ো ন্যায় যাত্রা হয়েছিল মনিপুর থেকে মুম্বই পর্যন্ত। এবার হবে ভারত ডোজো যাত্রা। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিল গোটা দেশ। এর সুফল পেয়েছে হাত শিবির।
লোকসভা ভোটে একধাক্কায় প্রায় দ্বিগুন আসন জিতেছে কংগ্রেস। লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। বিজেপির চারশো পারের শ্লোগান কার্যত ধুয়ে গিয়েছে। জোট না করলে বিজেপি হয়তো সরকার গঠনই করতে পারত না। তাই রাহুলের এই যাত্রা বিজেপিকে অনেকটা ধাক্কা দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
