আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের ভাতিন্ডায় ঘটেছে এক রহস্যজনক মৃত্যু। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।  মৃতদেহটি আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাড়ির ভিতরে ছিল। গাড়িটি সেখানে পার্ক করা ছিল। জানাজানি হতেই হুলুস্থুল চারিদিক।  

সূত্রে খবর, মৃতের নাম কাঞ্চন। তাঁর আরেক নাম কোমল। সম্ভবত সোশ্যাল মিডিয়াতে এই নামেই পরিচিত তিনি। লুধিয়ানার লক্ষ্মণ নগরের বাসিন্দা কাঞ্চন। তদন্তে জানা গিয়েছে, যে গাড়িতে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে,সেটি তাঁর নিজের নামেই ছিল। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ কাঞ্চন। সম্প্রতি কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানা যায়৷ 

ইতিমধ্যেই পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। মৃত্যুর আসল কারণ নির্ধারণের জন্য আজ ময়নাতদন্তের দিন ধার্য হয়েছে। 
এক্স-এ শেয়ার করা একটি পোস্টে, ভাতিন্ডা পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল। 

পুলিশকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়। ফরেনসিক দলও ঘটনাস্থলে আসে। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য তদন্ত করা হবে। দোষীদের খোঁজ চলছে। এমনটাই আশ্বাস দিয়েছে পুলিশ৷