আজকাল ওয়েবডেস্ক : নতুন বছরে নতুন অফার নিয়ে এল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তারা দুটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এখানে আপনি ৩ কোটি টাকার নিচে টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে ব্যাঙ্কের নতুন অফার হল ৩০৩ দিনের বিশেষ স্কিম। এখানে সুদের হার রয়েছে ৭ শতাংশ করে। অন্যদিকে ৫০৬ দিনের জন্য একটি স্কিম তৈরি করেছে। এখানে সুদের হার রয়েছে ৬.৭ শতাংশ। এই সুদের হার রয়েছে জেনারেল সিটিজেনদের জন্য। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এই ফিক্সড ডিপোজিট সুদের হার পাওয়া যাবে।

 


প্রতিটি ব্যাঙ্ক তাদের নিজের হিসাব অনুসারে ফিক্সড ডিপোজিটে সুদের হার ঘোষণা করে। সেখানে কিছু সুবিধা থাকে। তবে নতুন বছরে পিএনবি যেভাবে এই স্কিম চালু করেছে সেখানে বিনিয়োগকারীরা অনেকটাই সুফল ভোগ করতে পারবেন। এই সুদের হার আগের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করছেন পিএনবি গ্রাহকরা। 


পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফার দিয়েছে জেনারেল সিটিজেনদের জন্য। তারা ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ হারে সুদ দেবে। সময়সীমা রয়েছে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত। এখানে সর্বোচ্চ সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ করে। সময়সীমা রয়েছে মোট ৪০০ দিন।

 


অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য পিএনবি ৪ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ হারে সুদ দেবে। এটি ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত রয়েছে। এখানে সর্বোচ্চ সুদের হার রয়েছে ৭.৭৫ শতাংশ করে। সময়সীমা রয়েছে ৪০০ দিন। অন্যদিকে ৩০৩ দিনের জন্য সময়ে সুদের হার রয়েছে ৭.৫০ শতাংশ হারে। ৫০৬ দিনের আর একটি অফার রয়েছে। সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২০ শতাংশ হারে সুদ।