আজকাল ওয়েবডেস্ক: পুনেতে ১৬ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। ভারতীয় ন্যায় সঙ্ঘিতা ও পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
নাবালিকা জানিয়েছে তাঁর প্রেমিক তাঁকে তাঁদেরই এক বন্ধুর ২ জানুয়ারি জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে ডাকে তাঁকে। অভিযোগ সেখানে খাবারের মধ্যে মাদক মিশিয়ে নাবালিকাকে খাওয়ানো হয়। খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়লে নাবালিকাকে বেডরুমে নিয়ে যায় তাঁর প্রেমিক। এরপরে রবিবার মেয়েটি যখন জানতে পারে সে অন্তঃসত্বা, সে পুলিশের কাছে যায়। ঘটনার বিবরণ শুনে পুলিশ মামলা দায়ের করলেও অভিযুক্ত এখনও অধরা। সে গা ঢাকা দিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
