আজকাল ওয়েবডেস্ক: এক সময়ের ভোটকৌশলী, নিখুঁত পর্যালোচনায় বোঝেন ভোটের পাটিগণিত, বীজগণিত। এবার সরাসরি তিনি সংসদীয় রাজনীতিতে। কোনও দলের সঙ্গে যুক্ত নয়, প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর পূর্ব পরিকল্পনা মতোই বুধবার নিজের রাজনৈতিক দলের প্রকাশ ঘটালেন। কিশোর আগেই জানিয়েছিলেন, বুধবারই আত্মপ্রকাশ করবে তাঁর দল জন সূরজ। 

 

 

ভোটমুখী বিহারে তাঁর দল সব আসনেই লড়াই করবে বলে মনে করা হচ্ছে। যদিও দল আত্মপ্রকাশ করার আগেই, প্রশান্ত কিশোর বড় বার্তা দিয়ে রেখেছেন বিহারকে। আগেই জানিয়েছেন, তাঁর দল জন সূরজ ক্ষমতায় এলে বিহারের মদ নিষিদ্ধ বিষয়টি তুলে দেওয়া হবে। এমনকি সময় বেঁধে বলেন, ক্ষমতায় আসার এক ঘণ্টার মধ্যেই এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হবে। উল্লেখ্য, ২০১৫ সালের শেষের দিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করেছিলেন, ২০১৬ থেকে সে রাজ্যে সম্পূর্ন নিষিদ্ধ হবে মদ। তারপর থেকেই বিহারে চলছে ওই নিয়ম। 

 

 

এসব মাঝেই বড় প্রতিশ্রুতি দিয়ে ভোটমুখী বিহারে আত্মপ্রকাশ কিশোরের দলের। দলে নেতৃত্ব দেবেন মনোজ ভারতী। নতুন দলের আত্মপ্রকাশের আগে প্রায় দুবছর গোটা বিহার চষে বেড়িয়েছেন প্রশান্ত কিশোর। তারপরেই এবছরের গোড়ার দিকে নতুন দলের কথা বলেন।