আজকাল ওয়েবডেস্ক: যদি ভাল রিটার্ন এবং সুরক্ষিত বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিসের থেকে ভাল জায়গা আর নেই। এখানে নানা ধরণের অফার থাকে। ব্যাঙ্কের মতো এখানেও ফিক্সড ডিপোজিট স্কিম থাকে। এমনকি দেখা গিয়েছে পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিম ব্যাঙ্কের তুলনায় বেশি হারে সুদ দিয়ে থাকে। এখানে ফিক্সড ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে দরকার মাত্র ৫০০ টাকা।

 

পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদের হার রয়েছে ৬.৯ থেকে শুরু করে ৭.৫ শতাংশ। এই সুদের হার ব্যাঙ্ক থেকে অনেকটাই বেশি। এখানে টাইম ডিপোজিট করতে দরকার মাত্র ১ হাজার টাকা। এখানে সুদের হার কত রয়েছে দেখে নিন একঝলকে।


১ বছরে সুদের হার রয়েছে ৬.৯ শতাংশ। ২ বছরে সুদের হার রয়েছে ৭.০ শতাংশ। ৩ বছরে সুদের হার রয়েছে ৭.১ শতাংশ। ৫ বছরে সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ। এই টাকা বার্ষিক সুদের হার হিসাবে আপনি পাবেন। শুধু সময় করে আপনাকে বিনিয়োগ করে যেতে হবে।

 


যদি টাইম ডিপোজিটে আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। ৫ বছর পর আপনি মোট পাবেন ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। এর মানে হল আপনি ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা সুদ হিসাবে পেলেন।

 


এই টাকা যদি আপনি আরও ৫ বছর ধরে ফের বিনিয়োগ করেন তাহলে আপনার হাতে আরও টাকা আসবে। সেখানে আপনি সুদ পাবেন ৫ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকা। আপনার সুদ এবং আসল মিলে হাতে পাবেন ১০ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকা। 

 


পোস্ট অফিসে নিজের সন্তানের নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনার শিশুর বয়স ১০ বছর হয়ে থাকে তাহলে আপনি এই কাজ করতে পারবেন। সেখানে তার সঙ্গে অভিভাবক হিসাবে আপনার নামটি যুক্ত থাকবে।