আজকাল ওয়েবডেস্ক : যদি শান্তিতে নিজের টাকা বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিস আপনার সেরা ঠিকানা হতে পারে। এখানে ৫ বছরের রেকারিং ডিপোজিট স্কিম আপনার জন্য রেখেছে ভালো সুদের হার। এর পাশাপাশি আপনি এই সময়ের মধ্যে নিজের দরকার মত লোন নিতে পারেন।
এখানে আপনি ১০০ টাকা থেকে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। এরপর আপনার যত খুশি টাকা আপনি বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনার ছাড় রয়েছে। যদি আপনি মাসে সাড়ে তিন হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার মোট টাকা হবে ২ লক্ষ ২১ হাজার টাকা। এরপর পোস্ট অফিস আপনাকে সুদ দেবে ৬. ৭%। আপনি মেয়াদ শেষে পাবেন ২ লক্ষ ৪৮ হাজার ৪৬৫ টাকা।
পোস্ট অফিস আপনাকে ৬. ৭% হারে সুদ দেবে। বিভিন্ন সময় এই সুদের হার পরিবর্তন হবে। এখানে ১ বছর টাকা রাখার পর আপনি লোন নিতে পারেন। আপনার মোট জমানো টাকার ৫০% আপনি লোন হিসাবে পেতে পারেন।
যেকোনো পোস্ট অফিস গিয়ে আপনি নিজের আধার কার্ড, প্যান কার্ড এবং পরিচয় পত্র দেখালে এই বিশেষ স্কিম নিজের কাজে লাগাতে পারেন।
