অরিন্দম মুখার্জি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেসরকারি ব্যাঙ্ক থেকে চুরি গেল কুড়ি লক্ষ টাকা। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের শোনপুরে। পুলিশ সূত্রে খবর, বুধবার দিনে দুপুরে পাঁচ দুষ্কৃতী শোনপুরের গোলবাজার এলাকার এক বেসরকারি ব্যাঙ্কে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার পরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় পুলিশে। তদন্ত কমিটি তৈরি করে ঘটনার অনুসন্ধানে নামে শোনপুর থানার পুলিশ। অপরাধীদের ধরতে সময় লেগেছে ৩৬ ঘণ্টা।

 

 

পুলিশ সুপারের তত্ত্বাবধানে অপরাধীদের হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলে। উদ্ধার করা হয় প্রায় দশ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে ওই পাঁচ দুষ্কৃতীকে। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে দেশী পিস্তল এবং কার্তুজ। পাওয়া গিয়েছে ডাকাতির সময় ব্যবহার করা বাইক এবং ছ’টি মোবাইল ফোন। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, শোনপুরের ডিএসপি নাওয়াল কিশোরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। শোনপুর থানার অন্তর্গত গোপন ডেরা থেকেই গ্রেপ্তার করা হয়েছে অপরাধীদের।

 

 

এসপি জানিয়েছেন, এত কম সময়ের মধ্যে যাঁরা রহস্য উদঘাটন করেছেন তাঁদের বিশে। পুরস্কার দেওয়া হবে পুলিশের তরফে। শোনপুর থানার ডিএসপি ছাড়াও এই দলে ছিলেন রাজনন্দন কুমার, সুজিত কুমার, তাকেদ বিহারি, নিরাজ কুমার যাদব, কুন্দন কুমার, অমিত কুমার পাঠক এবং রঞ্জিত কুমার সিং।