আজকাল ওয়েবডেস্ক : ১১৫ তম মন কী বাত অনুষ্ঠানে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বিশেষ চিন্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেভাবে দেশের মানুষের কষ্টের টাকা অতি সহজে নিয়ে চলে যাচ্ছে প্রতারকরা তা নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি। 

 

এদিন তিনি বলেন, যেভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে তা বিপজ্জনক। তাঁর কথায়, ''প্রতারকরা ফোনে এমন পরিবেশ তৈরি করছে যে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। বলা হচ্ছে, এক্ষুনি এটা করো, নয়তো গ্রেপ্তার করা হবে। আসলে পুরোটাই প্রতারণা।'' 

 

ভারতের মত জনবহুল দেশের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এই প্রতারণা আটকাতে সব ধরণের ব্যবস্থা নেবে। কোথাও যদি কোনও গাফিলতি জানতে পারা যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

 

এদিন প্রধানমন্ত্রী একটি হেল্পলাইন নম্বর দেন। সেটি হল 1930। তিনি বলেন দেশের যেকোনো অংশের মানুষ যদি সাইবার প্রতারণা শিকার হন তাহলে তিনি অতি দ্রুত এই নম্বর ফোন করে নিজের সমস্যা জানাতে পারেন। যারা এর দায়িত্বে রয়েছেন তারা অতি দ্রুত ব্যবস্থা নেবেন। 

 

এই পরিস্থিতি থেকে মোকাবিলা করতে প্রধানমন্ত্রী বলেন, কোনও সংস্থা আপনাকে এই ধরণের কথা বলতে পারে না। এই কাজ একমাত্র যারা প্রতারণা করছে তারাই বলতে পারে। তাই এই রকম কোনও ফোন এলে তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। চিন্তা করে তারপর উত্তর দিন।