আজকাল ওয়েবডেস্ক: একটিমাত্র ভুল। তাতেই চলে গেল লাখ টাকার বেশি। কেরালায় পেট্রোল পাম্প মালিকের মাথায় হাত পড়ে গেল।


পাম্পে গিয়েছিলেন তেল নিতে এক মহিলা। তখন খানিকটা রাত হয়ে গিয়েছিল। তবে সেইসময় তাকে টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়নি। এমনই একটি অভিযোগ ওঠে কেরালার একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। যে মহিলার সঙ্গে এই ঘটনাটি ঘটে তিনি ছিলেন পেশায় স্কুল শিক্ষিকা। এরপর দেরি না করে তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে নালিশ জানান।


বিষয়টি যে এতটা গড়িয়ে যাবেন তা ভাবতে পারেননি পাম্পের কর্মীরা। তবে তাদের ভুলের বিরাট খেসারত দিতে হল পাম্প মালিককে। তিনি তার নিজের পকেট থেকে গুনে গুনে দিলেন ১ লাখ ৬৫ হাজার টাকা। কেন রাতের বেলা মহিলাকে পাম্পের টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়নি এই অভিযোগে শাস্তি দেওয়া হয় পাম্প মালিককে।

 


ঘটনাটি ঘটেছিল রাত ১১ টা নাগাদ। সেই সময় ওই শিক্ষিকা পাম্পে গিয়ে গাড়িতে তেল ভর্তি করেন। তারপর তিনি পাম্পের টয়লেট ব্যবহার করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ হয়ে রয়েছে। সেখানকার কর্মীরা জানান এই সুবিধা এখন মিলবে না। তারপর তারা বলেন ম্যানেজার চাবি নিয়ে চলে গিয়েছে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলা। তবে তার কথায় কর্ণপাত করেননি কর্মীরা।

 


সেখান থেকেই মহিলা দেরি না করে পুলিশকে ফোন করেন। পুলিশ এসে পাম্পের টয়লেটের তালা খোলার ব্যবস্থা করেন। এরপর বিষয়টি নিয়ে একটি অভিযোগও দায়ের করা হয়। পরদিন এই মামলার শুনানি হলে মহিলাকে এই পরিমান টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। মাথায় হাত পড়ে পাম্প মালিকের। তাকে ধমকের সুরে বলা হয় যেখানে গোটা ভারতের বুকে স্বচ্ছ ভারতের মিশন চলছে সেখানে কীভাবে এমন একটি ঘটনা হল। প্রতিটি পাম্পে এই সুবিধা থাকে এবং সেটি যেন সর্বদা সাধারণের জন্য খোলা থাকে। নাহলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।